চিলমারী (কুড়িগ্রাম) থেকে শ্যামল কুমার ঃ
কুড়িগ্রামের চিলমারীতে কিশোর কিশোরী ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় এসব খেলার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৬টি ক্লাবে দাবা, লুডু, মগ, সাইকেল, ক্রামবোর্ডসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন উপস্হিত ছিলেন।