চিলমারী (কুড়িগ্রাম) থেকে শ্যামল কুমার ঃ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবার রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব)মোঃ নুরুজ্জামান খান, মডেল থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ , চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংবাদিক সাওরাত হোসনে সোহেল, সাংবাদিক আব্দুল লতিফ প্রমূখ বক্তব্য রাখেন।