ষ্টাফ রির্পোটারঃ
আজ বুড়িগ্রামের চিলমারী উপজেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আজিজুল হক।
সকালে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার রাণীগঞ্জ ও থানাহাট ইউনিয়নের মোট ৬০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মুখ্য প্রশিক্ষকের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান করেন চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নুর আলম। প্রশিক্ষণে ধানের প্রধান প্রধান ক্ষতিকর পোকার পরিচিতি, লক্ষণ ও দমন ব্যবস্থা, ধানের প্রধান প্রধান রোগের লক্ষণ ও দমন ব্যবস্থা এবং পাট ফসলের প্রধান প্রধান ক্ষতিকর পোকা ও রোগের পরিচিতি, লক্ষণ ও দমন ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।