কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের সোনাতী পাড়া ঘাট হতে একশ গজ দক্ষিণ একটি নৌকা থেকে ৭৮ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রমনা মডেল ইউনিয়নের সরকার পাড়া এলাকার মৃত আব্দুল মালেক সরকারের ছেলে মোহাম্মদ তানভীর রহমান (২৮) এবং একই ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া ( ঝাকুয়া পাড়া) এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৭)।
ওই দুই মাদক ব্যাবসায়ীকে শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,আসামীদের কে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।