চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
বৃহস্পতিবার কুড়িগ্রামের চিলমারীতে দাতা সংস্থা ইউএসএআইডি‘র অর্থায়নে কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি বাস্তবায়িত বাংলাদেশের উত্তরাঞ্চলের জন দুর্যোগ প্রস্তুতি (নবদীপ) কার্যক্রমের অবহিতকরণ সভা হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবদীপ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট ম্যানেজার মোঃ শাহিন মিঞা, প্রোজেক্ট অফিসার মোঃ আফজাল হোসেন, মোঃ আনিছুর রহমান। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান ও চিলমারী প্রেস ক্লাব সভাপতি এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, প্রকল্পটি চিলমারী উপজেলার রমনা ও রাণীগঞ্জ ইউনিয়নে কাজ করবে। কর্ম এলাকার কমিউনিটি স্থাপনা উচঁুকরণ, ঘর-বাড়ির ভিটা উচুঁকরণ, বন্যা প্রস্তুতি কর্মসূচির আদলে স্বেচ্ছাসেবক দল গঠন, তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, ইউনিয়ন ভিত্তিক বন্যা ব্যবস্থা পরিকল্পনা তৈরি করা, কমিউনিটির সচেতনতা বৃদ্ধি কর্মসূচি ও স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বন্যার পূর্বাভাস প্রচারমূলক কার্যক্রম বাস্তবায়নের কথা জানান হয়।