কুড়িগ্রাম প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের চিলমারীতে ৫২তম বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে এরপর বিজয় র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানাহাট এ, ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমূখ।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।