জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ছাতকের সিংচাপইড়, নোয়ারাই ও ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিন প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জম দেয়া হয়। সিংচাপইড় ইউনিয়নে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল চেয়ারম্যান, নোয়ারাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও ভাতগাও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান।

মনোনয়ন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল। তিনি জানান, উল্লেখিত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১০মার্চ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয় এবং ১১মার্চ বৃহস্পতিবার সভানেত্রীর কার্যালয়ে জমাও করেছেন প্রার্থীরা।

সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বারের মতো মনোনয়ন জমা করেন সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। তিনি বিগত ২০১৬সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়ন থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।

নোয়ারাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা বিগত নির্বাচনে নৌকা প্রতীক না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অসামান্য ভোটে জয় লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করছেন তিনি।

অন্যদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান দলীয় প্রতীক চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন