জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
ছাতক পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্যানেল মেয়র(এক) নির্বাচিত হয়েছেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চৌধুরী, প্যানেল মেয়র (দুই) নির্বাচিত হয়েছেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও প্যানেল মেয়র (তিন) নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি। প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন সুমেন ও লিয়াকত আলী এবং তাছলিমা জান্নাত কাকলি ও রত্না রানী মালাকার সমসংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে জসিম উদ্দিন সুমেন ও তাছলিমা জান্নাত কাকলি নির্বাচিত হন। প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠানে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সহ সকল কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।