ঢাকা অফিসঃ

২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল, যুগ্ম সমন্বয়কারী আলী নূর নাদিম ও গোলাম মোস্তাকিন ভুইয়া আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শান্তিপূর্ণ অবস্থানকালে পুলিশী হামলা, টিয়ারসেল নিক্ষেপ ও নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোন বিক্ষোভ মিছিল কিংবা সরকার বিরোধী কর্মসূচী নয়, ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা তাদের আদর্শিক নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমর্থন জানানোর জন্যই রাস্তার দুইপ্বার্শে শান্তিপূর্ণ অবস্থান করছিল। আর এই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশী হামলা ন্যক্কারজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *