শেখ সাইফুল ইসলাম কবির:বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১২ টায় বর্ণাঢ্য র্যলি, আলোচনাসভা, কেক কাটা ও জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী পালন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম, কলেজ শাখা সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম ও ইউনিয় ছাত্রলীগের নেতাকর্মীরা র্যালিতে অংশ গ্রহন করেন।