কুড়িগ্রাম প্রতিনিধি : ২৬-০৬-১৯
‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম ২২ বিজিবি’র কমান্ডিং অফিসার জামাল হোসেন, পাবলিক প্রসিকিউটর এড. আব্রাহাম লিংকন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
আলোচনাসভায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু জাফর জানান, গত ছয় মাসে কুড়িগ্রাম জেলায় মাদক মামলা হয়েছে ৪৯২টি, আসামীর সংখ্যা ৬৮৫ এবং গ্রেপ্তারকৃত আসামীর সংখ্যা ৫৬৩ জন। এরমধ্যে গাজা ৫০৪ দশমিক ৩৭০ কেজি, ইয়াবা ১২ হাজার ৭১৬ পিচ, হেরোইন ১০৯ দশমিক ৫গ্রাম, ফেন্সিডিল ১হাজার ১৮৬বোতল, বিদেশী মদ ৮৩বোতল, চোলাই মদ ৯৫লিটার, স্কাফ ৬৯বোতল ও হ্যাপিগোল্ড ৫৫ বোতল। বক্তারা বলেন, ভয়াবহ আকারে যুব সমাজে মাদকদ্রব্য ছড়িয়ে পরছে। পরিবার, সমাজ ও প্রতিষ্ঠান থেকে এটি ঠেকাতে উদ্যোগ নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা বাড়াতে হবে।
আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *