আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম। করোনা সহ যেকোন দূর্যোগে সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। সকলকে ত্রান-সাহায্য দিতে হবে। বিতরনে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। জনপ্রতিনিধির মর্যাদা নিজেদের রক্ষা করতে হবে। আমজনতার ট্যাক্সের টাকায় বেতন নেন আপনারাও পাবলিক সার্ভেন্ট।
কুড়িগ্রাম জেলার কোভিট ১৯, পরিস্থিতি, বন্যার ও ত্রাণ কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগনের সমন্বয়ে মতবিনিময় সভায় জেলার দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি উপরোক্ত কথা বলেন ।
শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর হাত হিসেবে আমরা বেতনসহ সরকারের অনেক সুযোগ-সুবিধা পেয়ে ভালো আছি। তারপর ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা যদি নোংরামি করেন তাহলে কঠোর হস্তে দমন করা হবে। অধিনস্থ কর্মকর্তাদের শাসন করতে হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান জেনারেল হাসপাতালে ডাক্তার শহিদুল্লাহ ওই প্রকৌশলী সায়মন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আব্দুল হাই জেলা প্রশাসক সুজাউদ্দৌলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন মারকাজুল ইসলাম তথ্য অফিসের উপ-পরিচালক নূরনবী খন্দকার বাবলা কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু , সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের কৃতি সন্তান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ জিয়াউল হাসান এনডিসি জেলার উন্নয়ন, অগ্রগতি সহ যেকোন সমস্যায় তার সাথে যোগাযোগ করার আহবান জানিয়ে বলেন, বিজ্ঞান শিক্ষা প্রসারে বিজ্ঞান ক্লাব সহ তার মন্ত্রণালয়ের সকল কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে কুড়িগ্রামে বাস্তবায়ন করা হবে।
সমউন্নয়ন বাস্তবায়নে দেশের অবহেলিত, বঞ্চিত ও হতদরিদ্র পরিবারের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।