ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশর অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) দোয়ানী ঘাট এলাকায় এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো: ফারুক হোসেন।
ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধাব অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও সদর থানা কৃষক দলের আহবায়ক সরদার মো: আনোয়ার হোসেন দিপু।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দোগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শানসুজ্জোহা বকুল, কৃষক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রতন, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক আজাদুল ইসলাম, ভাদসা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মোমিন সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ফসলের ন্যয্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষকদের জন্য শস্য বীমা চালু, সেচ ব্যবস্থায় সংকট নিরসনে খাল খনন ব্যবস্থা, কৃষকদের মাঝে সল্পমৃল্যে বীজ সার বিতরণসহ ১৩ টি উদ্যোগ গ্রহন করবেন।