ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট-২ আসনে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসরকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষের দেওয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইটাখোলা বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা গনসংযোগসহ প্রচার করছিলেন। এরই মধ্যে দু’পক্ষের সমর্থকদের কথাকাটাটি ও হাতাহাতির এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরসহ ২
জন ও নৌকার সমর্থক ৩ জন আহত হয় বলে উভয় পক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ করেন। রাতেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসর চৌধূরীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি এখনো চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপাওে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *