ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী রোভার স্কাউটদের নিয়ে তাবু জলসা। জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রোভার দল আয়োজিত তাবু জলসাতে পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, বঙ্গবন্ধু সেতূ এবং মেট্রোরেল এই চারটি গ্রুপে মোট ৮০জন ছেলে মেয়ে অংশ নেনে। আজ সকালে ক্যাম্পের শেষ দিনে দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার অধ্যাপক আঃ মজিদ, সহকারি কমিশনার সহঃ অধ্যাপক সাংবাদিক আব্দুল আলীম, কোষাধ্যক্ষ সহঃ অধ্যাপক আজিজার রহমান, টেককনিক্যাল স্কুল এন্ড কলেজের আরএস এম দিলিপ কুমার, জেলা সিনিয়র রোভার মেট আল মমিনসহ অন্যান্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
তিনদিনব্যাপী ক্যাম্পে হাইকিং, দীক্ষা, শপথ ও অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হয়।