ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জের ধরে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর ) উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর (গ্রামতলা )গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আঃ আলীম (৩৭) গ্রামতলা গ্রামের প্রয়াত আবু বক্কর সিদ্দীকের ছেলে। অভিযুক্ত ছেলের নাম রিজভী (২০) এখন সে পলাতক রয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা গেছে , পিতার অবাধ্য হয়ে বিয়ে করা ছেলে ভিন্ন জায়গায় থাকতো, হঠাৎ করে গত সোমবার স্ত্রীকে নিয়ে বাড়িতে উঠলে সেখানেই বাবা ছেলের মধ্যে বাকবিতণ্ডায় জড়ায় সে সময় ঘাতক ছেলে বাবাকে কুড়ালে দিয়ে আঘাত করলে বাবা আহত হয়।
সে সময় স্থানীয়রা এসে আহত বাবাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী জানান, আব্দুল আলীম হত্যা সংক্রান্ত বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।