ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বি.এল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা এম এইচ নুরুন্নবী চৌধুরী রতন ও প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা।
এ সময় বক্তারা বলেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএইচ নুরুন্নবী চৌধুরী রতন দলীয় প্রভাব খাঁটিয়ে ১৫ বছর ধরে অবৈধভাবে সভাপতির পদে থেকে বিদ্যালয়ের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং বিদ্যালয়ের ৬১ বিঘা জমি তাঁর ইচ্ছামত ছাত্রলীগ, যুবলীগদের হাতে নামমাত্র মূল্যে লিজ দিয়ে সব টাকা আত্মসাৎ করেছে। সেইসাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অনিয়ম ও দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। তাই আমরা তাদের পদত্যাগ চাই। তারা দ্রুত পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।
মাহমুদপুর বি.এল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম এইচ নুরুন্নবী চৌধুরী রতন বলেন, আমি কোন দূর্নীতি করিনি৷ নিয়মতান্ত্রিক ভাবেই সভাপতির দায়িত্ব পালন করে আসছি। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের ফলে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে এমন সমস্যা হচ্ছে।
এসব বিএনপিরা করাচ্ছে। ছাত্র-ছাত্রীরা যদি না চায় আমি সভাপতি থাকব না।

এবিষয়ে মাহমুদপুর বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া নাগে তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, তিনি (প্রধান শিক্ষক) চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাহিরে অবস্থান করছেন। তিনি আত্মগোপনে রয়েছে বলে একটি সুত্র জানিয়েছেন।
উপরোক্ত বিষয়ে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *