ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে মঞ্জিলা হত্যা মামলার ২৩ বছর পর স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দ-প্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে আতাউর রহমান, তার স্ত্রী মেরিনা বেগম ও একই গ্রামের মৃত হাউস মিয়ার ছেলে আমজাদ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আজরা সিধুইল গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে মঞ্জিলা ওরফে মুরশিদার সৎ মায়ের খালাতো ভাই ছিলেন আতাউর রহমান। তিনি মঞ্জিলার ভাল জায়গায় বিয়ে দিবেন বলে তার বাড়িতে নিয়ে যান। সেখানে ২০০০ সালের ১২ মে মঞ্জিলার ওয়ারিশান সূত্রে পাওয়া টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঞ্জিলাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের আপন মা থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *