ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন হীরক। তিনি জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে শনিবার সারাদিনব্যাপী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মো.তাজমহল হীরক। সেখান থেকে তিনি শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার- নিশ্চিন্তা ইটাখোলা বাজার, ক্ষেতলাল পর্ব বাজার, থানা বাজার সহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি এলাকাবাসীর কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড তুলে ধরেন এবং এসব তথ্য সংযুক্ত লিফলেট বিতরণ করেন।
এই গণসংযোগ কালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মো. তাজমহল হীরক বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, কৃষিতে সফলতা, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীন রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতা আসায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে ও দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মো. তাজমহল হীরক।
গণসংযোগ চালাকালে তাঁর সঙ্গে ছিলেন আব্দুল মান্নান, মতিয়র রহমান, সহিদুল ইসলাম, আজিজুল আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, লুৎফর রহমান মোজাম্মেল হোসেন, যুবলীগ নেতা শফিকুল আলম, মতিয়ার মিলন সহিদুল আজিজুল জুয়েলুর রহমান ছাত্রলীগ নেতা মো. রাজু, প্রভাষক আবু তাহের, ব্যাবসায়ী সুজাউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *