ক্রিড়া প্রতিবেদকঃ
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ভূরুঙ্গামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমক পূর্ণ পরিবেশে আয়োজিত এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন ও ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। মাদক কে না বলুন এবং বাল্য বিবাহকে নিরুৎসাহিত করুন-এ শ্লোগানকে বাস্তবায়নের উদ্দেশ্যে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রিড়ার বিকল্প নেই। শুধু মুখে মুখে শ্লোগান নয়,শ্লোগানকে বুকে ধারন করে বাস্তব জীবনে এর প্রয়োগ করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহবান জানান। উল্লেখ্য উপজেলার ১০ টি ইউনিয়নের মোট ১০টি দল টুর্ণামেন্টে অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় পাইকেরছড়া ইউনিয়নকে হারিয়ে ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *