নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর জাতীয় তরুণ সংঘ একাডেমী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং স্কুল প্রাঙ্গণে সুউচ্চ দেয়ালে মনোরম প্রাকৃতিক দৃশ্যের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে দেয়ালচিত্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর দেয়ালচিত্র পরিদর্শন করেন রাসিক মেয়র।
অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জাতীয় তরুণ সংঘ একাডেমী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, জাতীয় তরুণ সংঘ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মির্জাউল হক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।