সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও::
মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ঢাকাস্থ পীরগঞ্জ, ঠাকুরগাঁও এর একমাত্র নিবন্ধিত সংগঠন আমরাপীরগঞ্জবাসী (ঢাকায় থাকি) তথা পীরগঞ্জবাসী কল্যাণ সমিতি (রেজিঃ নং: ঢ-০৯৪৬৫) সভাপতি সোহেল রানা এবং সাধারণ সম্পাদক নোমান কবিরের নেতৃত্বে দ্বিতীয় বারের মত জাতীয়শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম কুদরতে খোদা লিটন, জিয়াউর রহমান জিয়া, জুবায়ের হোসেন, ইমাম বক্স প্যারিস, শারমিনকবির, শাহাদাত হোসেন, নুর হোসেন, রকুনুজ্জামান রকুন, রেহেনা পারভিন, ফারুক হোসেন, তানজিত সামুন, মুনতারিন ইসলাম, লাভলি আক্তার ও তাদের পরিবার ।এছাড়া বিভিন্নপেশা শ্রেনীর বিপুল সংখ্যক পীরগঞ্জবাসী দল মত ধর্ম বর্ন নির্বিশিষে এক সাথে শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহন করেন