ঢাকা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি।
শনিবার পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের নেতৃত্বে দলটি স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানানোর পর তারা নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পিএনপি মহাসচিব আহমেদুর রহমান, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, যুগ্ম মহাসচিব টিএম কামরুল হাসান হৃদয়, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ছাত্র বিষয়ক সম্পাদক এম.এ আরিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ মামুন, যুব নেতা আবদুর রাজ্জাক হাওলাদার, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান, নারী নেত্রী জরিনা আক্তার, কহিনুর বেগম প্রমুখ।