জামালপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর পক্ষে ত্রাণ বিতরণ করলেন ছাব্বির আহাম্মেদ খান পাপপু। সোমবার বিকেলে জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া ও নাসিরপুর এলাকায় প্রায় ২৫০ জন হতদরিদ্রের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
আ’লীগ নেতা পাপপু খান এ প্রতিনিধিকে বলেন- আমার বাল্যকালের বন্ধু ছানুকে আমার এলাকার হতদরিদ্র মানুষের কথা বলায় সে আমার অনুরোধে ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এ এলাকা দুটিতে আজ প্রায় ২৫০ জন হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছে। সেই সাথে ছানু আরো বলেছে এই এলাকা দুটিতে তার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে। পাপপু খান আরো বলেন- আমার এলাকার হতদরিদ্র মানুষের জন্য আমি আমার সাধ্যমত তাদের সহযোগীতা করতে কাজ করে যাচ্ছি। আমি আমার সকল বন্ধু সার্কেলের মাধ্যমে এই সহযোগীতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি জেলার সকল বিত্তবানদের করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পরা মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।
ত্রাণ বিতরণকালে জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্রাম হোসেন খান তারা, ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনন্দ মীর, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ও শহর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৌসুমী আক্তার বৃষ্টিসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।