এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে শহর কৃষকদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর পৌর শাখার আহ্বায়ক সালেহীন শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বাবুল ও সদর উপজেলা কৃষকদলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশা প্রমুখ। অন্যান্যের মধ্যে কৃষকদল নেতা নাজমুল হক সুমন ও আজিম উদ্দিন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ কৃষকদলের নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জিয়া পরিষদ নেতা অধ্যাপক নওশের আলী, শামীম হোসেন মাস্টার, কৃষকদল নেতা একেএম শফিকুল ইসলাম, হাফিজুর রহমান মাস্টার, নুরুল ইসলাম বিপ্লব, সাজেদুল ইসলাম সবুজ ও ইকবাল হোসেন বিপ্লবসহ জামালপুর জেলা-উপজেলা-শহর-ইউনিয়ন-ওয়ার্ড কৃষকদলের নেতৃৃৃবৃন্দসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।