জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন বিএনপি। বৃহস্পতিবার পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে এ খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় ২০০ জন নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১টি করে সাবান দেওয়া হয়।
বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ কয়েকবছর ধরে ক্ষমতার বাইরে। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু নিয়ে সাধারণ অসহায় দরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে জামালপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।