জামালপুর প্রতিনিধি ॥
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী করেছে বিএনপি। সোমবার দুপুরে শহরের সকাল বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ।বক্তারা ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহরের সকাল বাজার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে শহর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সম্পাদক নাঈম রহমান, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, সাবেক শহর যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী জনি, আবু সাঈদ রয়েল, যুবদল নেতা বাবু চন্দ্র গোয়ালা, সোহানুর রহমান সোহাগ, এস আই রবিন, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াজেদুল ইসলাম সুমন, হাসিব রিগ্যান, মো. হাবিব, জেলা শ্রমিক দলের সদস্য খালেদ হোসেন ফকির, জেলা সিএনজি শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, সদস্য মো. রিপন মিয়া, সাবেক শ্রমিক দল নেতা মো. রমজান আলী, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।