জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত জামালপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ পথসভার আয়োজন করা হয়।
নির্বাচনী পথসভায়- মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা এডভোকেট ফজলুল হক, লিয়াকত আলী, লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, গোলাম রব্বানী, শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান ও জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান বক্তব্য রাখেন। পথসভায় বক্তারা নির্বাচনী প্রচারণায় বাধা দেয়াসহ নানান অভিযোগ তুলে বক্তব্য রাখেন।
এসময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে প্রচার মিছিল করেন সংগঠনটির নেতৃবৃন্দ।