এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার ৬৬তম জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী যুবকন্ঠ খ্যাত মির্জা আজম এমপির ৫৮ তম জন্মদিন উপলক্ষে জামালপুরে দোয়া ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। রবিবার বাদ জোহর এ দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
জানা গেছে, জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন। এসময় তিনি ওই ওয়ার্ডের রেলষ্টেশন জামে মসজিদ, মুন্সিপাড়া, জামতলা, সাহাপুর পুরাতন মসজিদ, কলষ্টোর, দাপুনিয়া পশ্চিমপাড়া, দাপুনিয়া দু’তলা মসজিদ, বেলটিয়া, বোর্ডঘর বাজার, দিয়াবাড়ী মাদরাসা মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় এ দোয়া এবং মিষ্টি বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার জন্মদিন ও বাংলার যুবকন্ঠ জামালপুর জেলার ২৬ লক্ষ মানুষের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির জন্মদিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া ও মিষ্টি বিতরনের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি তাদের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন। দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সহ-সভাপতি সাইদুর রহমান, মফিজুল ইসলাম অন্তু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইবনুল হাসান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আনোয়ার হোসেন, ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. লিটন হাজীসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *