নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় আসন্ন কুরবানি উপলক্ষে হাটে জাল টাকা রোধ ও পশু ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) জেলা পুলিশ কুড়িগ্রাম ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চলমান অস্থায়ী কুরবানির পশুর হাটে কচাকাটা থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা তার সঙ্গীয় ফোর্স নিয়ে হাট পরিদর্শন করেন। হাটের শুরুতে প্রশাসন কর্তৃক হাট পরিদর্শন করায় গরু বিক্রেতা জয়নাল আবেদীন বলেন – প্রশাসন আসাতে অনেক খুশি আমরা,দালালরা বেশি বাটপারি করতে পাবেনা না। প্রশাসনের হাট পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে হাট ইজারাদার রুহুল আমিন বলেন- প্রশাসনের এধরনের নজরদারি থাকলে জাল টাকার রোধ ও পশু কেনা বেচায় ক্রেতা বিক্রেতারা স্বস্তিতে থাকবে।
কচাকাটা থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন- পশু কেনা বেচায় জাল টাকা ও হাটে ক্রেতা বিক্রেতার মাঝে নানা ধরনের হয়রানি রোধে আমরা হাট পরিদর্শনে এসেছি। কুরবানির হাট শেষ না হওয়া পর্যন্ত আমাদের হাট পরিদর্শন চলমান থাকবে।