লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঢাকনাই এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলো- সদর উপজেলার খুনিয়াগাছ কালমাটি আনন্দ বাজারে সামসুল হাকের ছেলে খায়রুজ্জামান (৩৫) ও একই এলাকার এরশাদ হোসেনের ছেলে এলমান হোসেন (৩২)।
পুলিশ জানায়, জিন তাড়ানোর কথা বলে দুই প্রতারক কৌশলে বিভিন্ন সময় মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৩ লাখ টাকা দাবি করলে ঢাকনাই নামক এলাকার বাসিন্দা ভুক্তভোগী সামিউল ইসলামের প্রতারক সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি থানায় অবগত করলে সদর থানা পুলিশ ওই দুই প্রতারককে আটক করে।
প্রতারণার শিকার সামিউল ইসলাম বলেন, জিনের আসর থেকে মেয়েকে সুস্থ করার কথা বলে বিভিন্ন সময় প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে যায়। এরপর কৌশলে আবারও তিন লাখ টাকা দাবি করেন তিনি।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, আটক ওই দুই যুবক বিভিন্ন কৌশলে মানুষের নিকট থেকে টাকা আদায় করেন। অভিযোগ পেয়ে এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় প্রতারণা করার সরঞ্জাম জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *