জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের জুড়ীতে পিকআক ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার গোয়ালবাড়ি (ভাঙ্গার পাড়) গ্রামের আইয়ুব আলীর ছেলে নাহিদ আহমদ মুন্না (১৮) মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বাজারে আসার পথে
জুড়ী – গোয়ালবাড়ি রাস্তার গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসার পাশে অপরদিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে।গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৭ টার দিকে তার মৃত্যূ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পাবেল জানান,ভাঙ্গারপাড় গ্রামের
নাহিদ আহমদ মান্না নতুন সাইকেল চালানো শিখেছে।সে বাড়ি থেকে গোয়ালবাড়ি বাজারে আসার পথে পিকআপের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়,পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু বরন করে।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন,ঘটনা শুনেছি অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।