ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ সম্প্রতি ৪৭তম জেলা পর্যায়ের বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা/১৭তে ভলিবল চ্যাম্পিয়ন ট্রফি জয় করে বিভাগে যাওয়ার প্রস্তুতি চলছে ভোলাহাট উপজেলার সোনার ছেলেদের। গত ২ জানুয়ারী বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলায় প্রথম হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ৪টি দলের অংশ গ্রহণ করে। জেলার গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত খেলায় প্রথম হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয় ভোলাহাটের সোনার ছেলেরা। খেলায় মোট ১২জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে। বর্তমানে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিতে চলছে জোর প্রস্তুতি। ভলিবল এ দলের অধিনায়ক এনায়েত বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার স্কুল, মাদÍাসা ও কারিগরী ক্রীড়া সমিতির আয়োজনে ভলিবল খেলে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছেন। আগামী ১৮ জানুয়ারী রাজশাহী বিভাগে প্রতিযোগিতা করতে যাওয়ার প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, বিভাগীয় চ্যাম্পিয়ন ট্রফিটি ছিনিয়ে নিতে যা যা করা দরকার তার সব প্রস্তুতি চালিয়ে যাচ্ছি বলে নিশ্চিত করেন। তিনি চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিতে ভোলাহাটবাসির কাছে দোয়া কামানা করেন তার দলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন