মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
১৬ অক্টোবর ২০২২ তারিখ পুলিশ লাইন্স ড্রিল শেডে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে জেলা পরিষদ নির্বাচন -২০২২ সম্পন্নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, জেলা আনসারের কমাডেন্ট জনাব মোঃ ইবনুল হক, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি, টিআই সদর ট্রাফিক সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত সকল আইনানুগ দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, নিরপেক্ষতা, সততা ও সাহসের সাথে পূর্নাঙ্গভাবে ইবাদততুল্য পবিত্র দায়িত্ব নির্মোহ ভাবে পালনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন । যদি কেউ, সে যেই হোক, নির্বাচন কমিশন কর্তৃক আরোপিত দায়িত্ব ও বিধিনিষেধ প্রতিপালনে ব্যত্যয় ঘটনোর কোন অপচেষ্টা বা দুরভিসন্ধি করে, তাকে অবশ্যই কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। কুড়িগ্রামে আগত জেলা পরিষদ নির্বাচন -২০২২ এ কোন প্রকার বেআইনী, উচ্ছৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম কোন ভাবেই বরদাশত করা হবেনা মর্মে সকলেই প্রতিশ্রুতিবদ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন