ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা বাজারে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মিশকাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু- উপজেলার হরেন্দা গ্রামের আঃ ওহাবের ছেলে।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশুটি বাড়ির পাশে রাস্তার ধারে খেলছিলো। শিশুটি রাস্তা পারাপারের সময় শালাইপুর থেকে পাঁচবিবি গামী একটি ব্যাটারি চালিত ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।