ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী শাইলট্রি তিমখানার এক ছাত্র নিহত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আমদই কেন্দুলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাকে গুরুতর আহত একজনকে বগুড়া শহিদ জিয়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহত ছাত্র হলো- জিহাদ হোসেন (১৬)। সে জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্রি মোড়ের লিল্লাহ বোডিং এতিমখানার ছাত্র। আহতরা হলো- আব্দুল্লাহ (৮), আজিম (৭), তাসিন (৮), সানাউল (২০), রিহান (১২), ওমর ফারুক (৯), আসমতুল্লাহ (১২) ও ছাইদুর জামান (১২)। তারা সকলেই ওই এতিমখানার শিক্ষার্থী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্রি মোড়ের লিল্লাহ বোডিং এতিমখানার ১০ জন শিক্ষার্থী আমদইয়ের কেন্দুল এলাকায় এতিমখানার জন্য আদায় করতে এসেছিলেন। আদায় শেষে ভ্যান যোগে এতিমখানায় ফিরছিলেন। পথে কেন্দুল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই এতিমখানার এক শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসক বগুড়া হাসপাতালে রেফার করেছে। অন্য আহতরা জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।