ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে আসন্ন ইউপি নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনী আচরণ বিধি লংঘন, ভোট কারচুপি ও কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। এসব ঘটনার সাথে যে কেউ জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শনিবার (১১ ডিসেম্বর) রাত ৮ টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সমন্বয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এসব কথা বলেন।
জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিই এর প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইশরাত ফারজানা, জেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম মিঞা সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।