ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে সদর উপজেলার ভাদশা এলাকার এক গৃহবধু (৩২) কে গণ ধর্ষনের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনার পর ধর্ষনের অভিযোগে গৃহবধু মামলা দায়েরের পর শনিবার ৩ জনকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে তাদের প্রেরন করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম (২০), রমজান আলীর ছেলে মো. রাব্বি (১৯) ও বেলাল হোসেনের ছেলে মো. রায়হান (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা পন্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক তাদের পাশ্ববর্তী এক বাড়িতে প্রবেশ করে গৃহবধুকে গণধর্ষন করে পালিয়ে যায়। ওই ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে। মামলার পরেই পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বলেন, ভুক্তবোগী গৃহবধুর অভিযোগ পাওয়ার পরেই আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী গৃহবধুর শারীরিক পরীক্ষা নিরিক্ষা সম্পন্ন করা হয়েছে।