ফারহানা আক্তার,,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা শহরের নতুনহাট গরুর হাটে চেতনানাশক ওষুধ মেশানো চা পান করে শাহ আলম নামের এক ব্যবসায়ীর লাখ টাকা হাতানোর চেষ্টা করেছেন কয়েকজন।
(৭ জানুয়ারি)গত কাল শনিবার বিকালে তাতে অবশ্য তারা সফল হননি, চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— জেলা শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার বাবু মিয়া (৪৫), তার বোন লাকী বেগম (৫০), একই এলাকার মামুন হোসেন (৩৫) ও চকদাদরা এলাকার পলী আক্তার (২১)।পুলিশ জানায়, নায়ায়ণগঞ্জ থেকে আসা শাহ আলম নামের এক গরু ব্যবসায়ীর কাছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিল। তিনি শনিবার বিকালে হাটে নেমে একটি হোটেলে নাস্তা করেন। এরপর হোটেল কর্মচারীকে চা আনতে বলেন। ব্যবসায়ীর কাছে থাকা টাকা হাতিয়ে নিতে ওই কর্মচারী ও অপর তিন জন পরস্পর যোগসাজশে চায়ে চেতনানাশক ওষুধ মেশায়। সেই চা পান করে শাহ আলম অসুস্থ হয়। এ অবস্থায় তিনি তার সঙ্গে থাকা জাকারিয়া মাসুদ নামে এক ব্যক্তির কাছে টাকা জমা রাখেন। পরে অন্য ব্যবসায়ীদের সহযোগিতায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নেন।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নতুনহাট গরুর বড় হাট। সেখানে দূর-দূরান্তের অনেক ব্যবসায়ী গরু কিনতে আসেন। তাদের কাছে টাকা হাতিয়ে নিতে এই চক্র নানা কৌশল করে। তারা শাহ আলমের চায়ে চেতনানাশক ওষুধ মিশিয়ে টাকা হাতানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার চার জনকে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *