ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
চোরাই মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন চোরাই মোবাইল বিক্রি চক্রের দুই সদস্য। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন উদ্ধার করা করে পুলিশ। বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানার এ এস আই সোহেল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের মোয়াজ্জেমের ছেলে আশিক (২২) ও আব্দুর রহিমের ছেলে আব্দুস সোবহান (৩২)।
এ এস আই সোহেল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে নিজেদের এলাকায় বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার ( ২৩ আগাস্ট) ৯ টার দিকে উপজেলার শালাইপুর বাজার এলাকায় চোরাই মোবাই বিক্রি করছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।