ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ মামলা করেছেন ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক।

মামলা সূত্রে জানাযায়,জয়পুরহাট সদর উপজেলার করই কাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন গত ১৬ আগষ্ট স্কুল চলাকালীন সময় বেলা সারে ১১ টার দিকে ৫ ম শ্রেনীর ১১ বছরের এক ছাত্রীকে ডেকে একটি কক্ষে নিয়ে পেছন থেকে জরিয়ে ধরে স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানি করে। এ ঘটনাটি অন্য শিক্ষর্থী দেখে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে আরো অন্য ছাত্রীদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে এমন তথ্য বেরিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন শিক্ষক মামুন। অবশেষে শনিবার ( ২১ আগষ্ট ) বিকেলে জয়পুরহাট থানায় মামলা করেন ঐ ৫ ম শ্রেনীর ছাত্রীর মা পারভীন আকতার।

এ ব্যাপারে ঐ ছাত্রীর পিতা আতিকুর রহমান আতিক বলেন, শিক্ষক হচ্ছে পিতা মাতার পরেই অভিভাবক আর শিক্ষকই যদি এসব করে তাহলে আমরা কি করবো,কোথায় যাব, আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়। আমরা শিক্ষক মামুনের কঠোর শাস্তি চাই।

অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদ মামুন কাছে বারবার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) সরোয়ার আলম বলেন, যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষক মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে সন্ধ্যার আগে থানায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের জোর ততপরতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন