ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনচপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আশরাফুল ইসলাম নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা, মুখ তেঁতলানো ও গলায় কাপড় পেছানো ছিল। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আশরাফুল ইসলাম কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, তিলকপুর রেলস্টেশনের আশরাফুল ইসলাম বিকাশের দোকান করতেন। প্রতিদিনের মত গতকাল সকালে সে দোকানে যায়। রাতে দোকান বন্ধের পর একবার পরিবারের সাথে তার মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে সকালে এক কৃষকর মাঠে কাজ করতে যাওয়ার পথে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট বলা যাচ্ছেনা। তদন্দের পর প্রকৃত কারণ জানা যাবে।