ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি-
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর এলাকা থেকে ৫৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাহার উদ্দীন (৪০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃত সাহার উদ্দীন পাঁচবিবি উপজেলার কসবা সাগরপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে৷ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস এম ফজলুল হক জানান পাঁচবিবি উপজেলার পূব রামচন্দ্রপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্য সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশী চালানো হয়৷ তল্লাশীকালে সাহার উদ্দিনের কাছ থেকে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার করে৷