ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি ও এগারো বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জয়পুরহাট কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।
বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় শহরের হোটেল রুচিতায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক দেশ বাংলার জেলা প্রতিনিধি আল মামুনের সঞ্চালনায় ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার গোলাপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট টেলিভিশন রিপোর্টারস ক্লাবের সভাপতি মোমেন মুনি,সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী মন্ডল,জেলা কৃষকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাসান আলী মন্ডল, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রতিদিনের সংবাদ এর রায়হান মিলন,এস এ টিভির সোহেল আহম্মেদ লিয়, সাংবাদিক আঃ রাজ্জাক এস এম মিলন প্রমূখ
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি বলেন, দেশ ও জনগণের সেবায় এশিয়ান টিভি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখবেন। আমি এশিয়ান টিভির সফলতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *