ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার ত্রৈ বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
সভাড অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের (ডিআরসি) ট্রেনিং মোঃ রাইহানুল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি ডিআরসি ট্রেনিং মির্জা আলী নাসির, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন সহ অন্যান্য সদস্যরা।
সভায় বিগত তিন বছরের আয়-ব্যায়ের হিসাব পর্যালোচনা করা হয় ও আগামি অর্থ বছরে বার্ষিক পরিকল্পনা ও বাজেট অনুমোদন (২০২২-২০২৫) মেয়াদে নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি হিসেবে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, সহ-সভাপতি – জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এমেলী আকতার বানু, সহ-সভাপতি আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল মোঃ রায়হান , সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার মন্ডল
কমিশনার পদে অতিঃ জেলা প্রশাসক মোঃ আনোয়ার পারভেজ, সম্পাদক হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদুজ্জামান, যুগ্ম সম্পাদক হিসাবে পাঁচবিবির সামসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, কোষাধ্যক্ষ হিসাবে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মোঃ রেজোয়ান হোসেন।
৩৮ জন কাউন্সিলরের মধ্যে ৩৫ জন কাউন্সিলর সভায় যোগদান করেন।