ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের হানিফ বাস কাউন্টারের অফিস কক্ষের টিনের ছাউনি ও সিলিং কেটে ভিতরে চোর প্রবেশ করে গত ১৭ নভেম্বর রাতে কাউন্টারের ভিতরে থাকা ২টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
ঘটনায় জয়পুরহাট থানায় একটি চুরি মামলা রুজু করা হলে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর দিক নির্দেশনায় জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান এর সরাসরি নেতৃত্বে, সদর পুলিশ ফাঁড়ীর আই.সি পুলিশ পরিদর্শক মিলাদুন্নবীসহ সঙ্গীয় এসআই সাব্বির আরাফাত জনি, এসআই, তহিদুল ইসলাম, এসআই উজ্জল মিয়া, এসআই আব্দুল গাফফার শেখ, এএসআই মজিবুল ইসলাম, এএসআই রুহুল আমিন, এটিএসআই টিপু সুলতান ও সঙ্গীয় ফোর্সসহ দিনাজপুর জেলার হাকিমপুর থানার অফিসার ইনচার্জের সহায়তায় রোস্তম আলী (৫০) নামে একজন আন্তঃ জেলা চোর দলের সদস্যকে হিলি এলাকা হতে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত রোস্তম আলীর দেওয়া তথ্য মতে হিলি ও পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর এলাকা হতে হানিফ কাউন্টারের চুরি হওয়া অবিকৃত অবস্থায় চুরিকৃত ল্যাপটপ দুটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোস্তম আলী দিনাজপুর জেলার বিভিন্ন ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় চুরি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।