ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পরীক্ষার্থী সেজে প্রক্সি দেয়ার অপরাধে রিজাল ডাকুয়া(১৮)কে ১ বছরের বিনাশ্রম দন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রট (এনডিসি) তনিমা আফ্রাদ এর ভ্রাম্যমান আদালত। দন্ডিত যুবক রিজাল ডাকুয়া ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম তারুলি গ্রামের ফিরোজ ডাকুয়ার ছেলে। সে পলাশ হাওলাদার নামে এক পরীক্ষার্থীর স্থলে পরীক্ষায় অংশ নিয়ে ধরা পড়েন।ঝালকাঠি ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রট (এনডিসি) তনিমা আফ্রাদ জানান, শুক্রবার সকালে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রথম বর্ষের পরীক্ষা চলছিলো।পরীক্ষার্থী পলাশ হাওলাদারে পরিবর্তে ওই যুবক এতে প্রক্সি দিচ্ছিলো। খবর পেয়ে ভ্রাম্যামান আদালত পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে প্রক্সি পরিক্ষার্থী রিজালকে আটক করে। পরে আদালত বসিয়ে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন এর ৩ ধারায় তাকে এ দন্ড দেয়া হয়, জানান নির্বাহী ম্যাজিষ্ট্রট (এনডিসি) তনিমা আফ্রাদ।