শেখ নাইম ইসলাম:
বরিশালের ঝালকাঠি পৌরসভার, পোনাবালিয়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মোঃ হামীম মল্লিক বাজার থেকে বাসায় ফেরার পথে হামলার স্বীকার হন।
ঐ ছাত্রলীগ কর্মী উন্নায়নে অগ্রযাত্রায় বাংলাদেশ কে জানায় কিছু দিন আগে থেকেই তাকে হামলার প্রচেষ্টা করতেছে একই ইউনিয়নের ,মোঃনাসির হোসেন এর ছেলে রাব্বি মিয়া। তারই জের ধরে বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫.৫৫ মিনিটের সময় ছাত্রলীগ কর্মী মোঃহামীম মল্লিক এর উপর অভিযুক্ত ( পিতাঃনাসির এর ছেলে) রাব্বি এবং তার সহযোগি রিদয় সহ আরো ৬-৭ ভারাটে সন্ত্রাসী তার উপর হামলা করে। এই সময় ছাত্রলীগ কর্মী মোঃহামিম মল্লিক এর হাতে থাকা নগদ ৩২,০০০ টাকা এবং একটি ২০ হাজার টাকা দামের মোবাইল(mi) ছিনিয়ে নেয়।
এই বিষয় অভিযুক্ত রাব্বি এবং তার সহযোগীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায় নি।
তবে গুঞ্জন আছে অনেকদিন আগে থেকেই তারা এলাকায় বেপরোয়া অবস্থায় চলাফেরা করে।
নাম না বলতে ইচ্ছুক অনেকে জানায়,তারা আগে থেকেই এই ধরনের কাজের সাথে যুক্ত।
এই বিষয় ঝালকাঠি থানায় ভুক্তভোগী একটি অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্তা নেওয়ার হবে।