মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমির হোসেন আমু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী।