ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে দিনব্যাপি পৌর শহরে পানি সরবরাহ বন্ধ ও প্রধান সড়ক অচল রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় পৌর শহরের ফায়ার সার্ভিসস্থ মোড়ে পাথর বোজাই ট্রাকের সামনের চাকা ভেঙ্গে গিয়ে পৌরশহরের একাংশের পানি সরবরাহের পাইপের উপর ট্রাকটি পড়ে যায়। যার ফলে পৌর শহরের ২নং ওয়ার্ডের প্রায় এলাকা ও ১নং ওয়ার্ডের কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝালকাঠি শহরের প্রধান সড়কটি পাথর বোজাই ট্রাকের কারনে আটকে যায়। হেতু ডিসি অফিস, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা জজ আদালত, গনপুর্ত অফিসের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার কারনে জনসাধারনকে পায়ে হেটে শহরে প্রবেশ করতে হয়েছে। ফায়ার সার্ভিসস্থ চৌরাস্তা থেকে পুর্বচাদকাটি পযর্ন্ত যান চলাচলের বিঘœ ঘটে। এ বিষয়ে পৌর কতৃপক্ষ মুঠোফোনে জানায় অনাকঙ্খিত দুর্ঘটনার জন্য এ রকম অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা দ্রুত পানি সরবরাহ ব্যাবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে স্থানীয়রা জানায় খুব শ্রীঘই ভাঙ্গা চাকাওয়ালা ট্রাকটি সারানোর চেষ্টা চলছে, আগামিকাল রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন